মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আগামীকাল ৬ ডিসেম্বর শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বোচাগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে শক্রু মুক্ত করেছিল বোচাগঞ্জের মাটি। দীর্ঘ ৯ মাসেন লড়াই সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন তৎকালীন তাজউদ্দীন সরকারের বিশেষ দূত সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরী ও বিশিষ্ট রাজনীতিক মাওলানা ভাষানীর ঘনিষ্ট সহচর মরহুম আনোয়ারুল হক চৌধুরী নবাব। এ ছাড়াও বোচাগঞ্জের ১১৫ জন দামাল ছেলে, আনসার থেকে আগত ১১৬ জন মুক্তিযোদ্ধা প্রাণপন লড়াই চালিয়ে ১৯৭১ সালের এই দিনে বোচাগঞ্জকে হানাদার মুক্ত করেন। এতে ধনতলা গ্রামের আবুল বারেক, এনামুল হক, কাকদুয়ার গ্রামের চিনিরাম দেবশর্মা, বিহাগাও গ্রামের কাসেম আলীসহ অনেকে শহীদ হন। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি আওয়ামীলীগের কার্য নির্বাহী পরিষদের এক সভায় সারাদেশে শক্রু মুক্ত দিবস পালন করার প্রস্তাব দিলে উক্ত সভায় তা গৃহিত হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশে যখন যেখানে হানাদার মুক্ত হয়েছে সেখানে ঐ তারিখে দিবসটি পালন করা হচ্ছে।