বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

ঐতিহাসিক ৭ নভেম্বর বিএনপি ভাষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি নিতে পারেনি বিএনপি। ফলে আগামীকাল রবিবার রাজধানী ঢাকা মহানগরীসহ সারাদেশের জেলার সদর থানায় প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
মির্জা ফকরুল বলেন, এ সরকার সভা, সমাবেশ ও রাজনৈতিক বক্তব্য রাখার অধিকার কেড়ে নিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবেদন করেছিলাম। অথচ দেয়া হয়নি। এর প্রতিবাদে রবিবার ঢাকা মহানগরীসহ জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালিন করবে বিএনপি।
প্রসঙ্গত গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় বিএনপি। এর ২ দিন পর ২৯ অক্টোবর ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ফের চিঠি দেয়া হয়। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা ছিল।

Spread the love