শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামীকাল সুপ্রিমকোর্ট খুলছে

মুসলমানদের পবিত্র ঈদুল আযহা ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে খুলছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট।

গত ২১ সেপ্টেম্বর থেকে এ ছুটি শুরু হয়। ছুটি শেষে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদভারে আবারও মুখরিত হয়ে উঠবে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গন।

ছুটিকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য অবকাশকালীন বিচারিক বেঞ্চে মামলার শুনানি হয়েছে। ইতোমধ্যে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে মামলা শুনানির জন্য বিচারিক বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। দীর্ঘ ছুটি বা অবকাশ শেষে বেঞ্চের এখতিয়ার নির্ধারণ সুপ্রিমকোর্টের একটি প্রথা।

এদিকে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদে অর্পণ করার বিধান রেখে করা সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতার চ্যালেঞ্জ করে হাইকোর্টে আনা একটি রিট পিটিশন শুনানির জন্য রয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ১৫ অক্টোবর রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।

গত ২২ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। তারও আগে গত ১৭ সেপ্টেম্বর ৩২৭ জন সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে পাস হয় ষোড়শ সংবিধান সংশোধন বিল-২০১৪।

এ বিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ, যা ১৯৭২ সালের সংবিধানেই ছিলো। পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে বিধানটি বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এ ক্ষমতা ন্যস্ত করা হয়। গত ১৮ আগস্ট সংবিধানের ১৬তম সংশোধনী সংক্রান্ত বিল মন্ত্রিসভায় অনুমোদন পায়।

Spread the love