শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী প্রজন্মকে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

মোঃ আব্দুর রাজ্জাক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে আগামী প্রজন্মকে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ কারণে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না। প্রতিষ্ঠিত হতো না দেশের গনতন্ত্র।

 

শুক্রবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর সার্কিট হাউজে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন।

 

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, জেলা শাখার সভাপতি ও হাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক রুহুল আমিন’র সভাপতিত্বে এবং পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা শাখার সাধারণ সম্পাদক, দিমেক’র সহকারী অধ্যাপক ডা. মো. মশিউর রহমান’র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার উপদেষ্টা, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহমেদ হোসেন, পরিষদের জেলা শাখার উপদেষ্টা শিরিন ইসলাম, সহ সভাপতি প্রফেসর ড. ত্রিপতী সিকদার, আবুল কালাম আজাদ, নুরছাবা বেগম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরাইশি দুলাল, মহিলা সম্পাদিকা প্রভাষক হাসিনা আক্তার শিউলী প্রমুখ।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আইন সম্পাদক এ্যাড. লিটন, সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান, কোষাধ্যক্ষ ও রাকাব বিরল শাখার ম্যানেজার সামসুল হক, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাশেম, পঞ্চগড় সিভিল সার্জন ডা. আহাদ আলী, বীরগঞ্জ ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ খয়রুল ইসলাম, সদস্য শাফুউদ্দিন, ভুট্টু, আইরিন লতিফ, মৌসুমী, সেহেলী আক্তার ছবি প্রমুখ।

 

মতবিনিময় সভার শুরুতে মূখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং হাবিপ্রবি’র ভিসি প্রফেসর মো. রুহুল আমিনকে ফুলের শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা শাখার সদস্যবৃন্দসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love