বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী বছরের এসএসসি পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু

আগামী ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট- এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগামী ২ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে। আর লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ মঙ্গলবার। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষা এ সময়সূচি ঘোষণা করেছে। সময়সূচি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moedu.gov.bd দেয়া হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করেছিল মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেয়া হয়েছে। প্রসঙ্গত প্রতিদিনই সকালের পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী ২টি পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও এবারও ২ পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে। বিরতি ছাড়া পাবলিক পরীক্ষা নেয়ার কথা জানার পরই দেশের বিভিন্ন স্থানে এর বিরোধিতা করে বিক্ষোভ হয়। সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার থেকে ১০ মার্চ মঙ্গলবার পর্যন্ত ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র।
এসএসসিতে আগামী ১১ মার্চ বুধবার সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ বৃহস্পতিবার থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে।

Spread the love