বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী ১৩ নভেম্বর সংসদ বসছে

আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হচ্ছে ১০ম জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানিয়েছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ১০ম জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ হয়েছে। গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরু হয়। মোট ১৪টি কার্যদিবসের ওই অধিবেশনে সরকারি বিল জমা পড়ে ১৪টি। এর মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়। এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়। এছাড়া ৩য় অধিবেশনে গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে ১৪৭ বিধিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

Spread the love