
দিনাজপুর প্রতিনিধি : আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ-২০১৪ আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড কাপ রোড শো বিশ্ব কাপ ট্রফি নিয়ে দিনাজপুর শহরে র্যালী প্রদক্ষিণ করে। র্যালীটি দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ হতে বের হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন শেষে স্পোর্টস ভিলেজে এসে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আইজুর রহমান, মোকাদ্দেক আনোয়ার ওয়ার্ন্ড, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সহ-সম্পাদক আসলাম হোসেন, কোষাধ্যক্ষ জাহিদী পারভেজ অপূর্ব, সদস্য অরুন সরকার, মহিলা ক্রীড়া সম্পাদিকা জিনাত আরা চৌধুরী মিলি, আনিসুর রহমান। র্যালী শেষে বড় ময়দানে আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০১৪’র রোড শো’র উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।