
মো:শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় গ্রহনের সময় ৩ হাজার ২শ মেগাওয়াট বিদ্যূত নিয়ে যাত্রা শুরু করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর দুরদর্শিতায় গত ৬ বছরে অতিরিক্ত ১১ হাজার মেগাওয়াট বিদ্যূত উৎপাদন করতে সক্ষোম হয়েছে। বর্তমানে দেশে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপদান হচ্ছে। তিনি বলেন সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০২০ সালের মধ্যে বাংলাশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যূত পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, রনগাও ইউনিয়ন বাসী দীর্ঘ দিন যাবৎ অন্ধকারে নিমর্জ্জিত ছিল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিত উন্নয়নের অংশ হিসেবে আজ আপনাদের গ্রামকে অন্ধকার থেকে আলোকিত করা হয়েছে। গত ১৮ অক্টোবর রবিবার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাও ইউনিয়নের বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সন্ধ্যায় চন্ডিপুর এম দাখিল মাদরাস মাঠে বাসুদেবপুর,শ্রীমন্তপুর,বামনগাও, চন্ডিপুর ও আনোড়া গ্রামের ১ হাজার ৪শটি বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে সুইস টিপে শুভ বিদ্যুতায়নের পৃথক দুটি জনসভায় তিনি একথা বলেন। দিনাজপুর পল্লী বিদ্যূত সমিতি-১ এর পরিচালক আসাদুজ্জামান রাজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল ইসলাম, উপজেলা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, ৬নং রনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান বাবু প্রান্তোষ দেবশর্মা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই চৌধুরী, চন্ডিপুর এম দাখিল মাদরাসার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সুপার মোঃ মোখলেছুর রহমান প্রমুখ। এসময় বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ, সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর আলম কাওছার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ রিপন মোল্লা, সদস্য সচিব মোঃ সোহেল রানা, উপজেলা যুবলীগ সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারন সম্পাদক আশরাফ আলী তুহিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।