শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী ৯ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ তীরে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার ১ম পর্ব শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি শুক্রবার। আর ২য় পবের্র ৩ দিনব্যাপী ইজতেমা আগামী ১৬ জানুয়ারি শুক্রবার শুরু হবে। মুসলিম উম্মাহর ২য় বৃহত্তম সম্মিলন ইজতেমা উপলক্ষে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। ১ম পর্বের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুলিশ, আনসার, বিজিবি, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসাসহ ইজতেমায় সেবাদানকারী বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইজতেমার প্রতিটি প্রবেশ পথে মুসল্লিদের নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার ৫টি দেশের মুসল্লিরা বাংলাদেশের ইজতেমায় আসতে ভিসা পাবেন না উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের না আসার জন্য অনুরোধ করব। দেশগুলো হল নাইজেরিয়া, মালি, গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওন। তিনি বলেন, আগামী বছর ইজতেমায় অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক মাসের ভিসা এবং ইজতেমা শেষ হবার পর চিল্লার জন্য আরো ৪৫ দিনের ভিসা দেয়া হবে।
এদিকে বুধবার দুপুরে তুরাগ তীরে জোড় ইজতেমার মাঠ সরজমিন পরিদর্শণ ও স্থানীয় লোজজনের সাথে আলাপকালে জানা যায়, টঙ্গী তুরাগ নদীর তীরে ৫ দিনের জোড় ইজতেমার জন্য সুবিশাল ইজতেমা মাঠে চটের প্যান্ডেল তৈরীর কাজ দ্রুতগতিতে চলছে। প্রতিদিন শতশত স্বেচছাসেবী মানুষ রাজধানী ও তার আশেপাশের এলাকা থেকে এসে মাঠ প্রস্তুতির বিভিন্ন কাজে অংশ গ্রহন করছেন। আগামী শুক্রবার ২৮ নভেম্বর থেকে ৫ দিনের এই জোড় ইজতেমা শুরু হয়ে ২ ডিসেম্বর বিশেষ দোয়ার মধ্য দিয়ে তা শেষ হবে। এছাড়াও বিশ্ব ইজতেমার মূল প্যান্ডেল তৈরী, পানি, গ্যাস, বিদ্যুৎ, টয়লেটসহ মাঠের যাবতীয় কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। বিশ্বইজতেমা মাঠের দায়িত্ব পালনের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ কমিটি মাঠের কাজ তদারকি করছেন।
রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে অনুষ্ঠিতব্য ১ম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে তা ১১ জানুযারি আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। ইজতেমার ২য় পর্ব ১৬ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি শেষ হবে। টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দু’পর্বেরই শেষ দিনে দেশের মানুষের সুখ-শান্তি, অগ্রগতি, কল্যাণ, ভ্রাতৃত্ব ও সারা বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শান্তি কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

Spread the love