তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,‘যারা তারাবির নামাজের সময় ও ঈদের নামাজের সময় নামাজ না পড়ে জঙ্গি আক্রমণ করে তারা ইসলামের শত্রু ও ধর্মের শত্রু। যারা অতীতে অগ্নিকাণ্ড ও আগুন সন্ত্রাস করেছে, এই আক্রমণ তাদের সেই অতীতের ধারাবাহিকতা।’
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একাত্তরে যারা মা-বোনের গায়ে হাত দিয়েছিল, নিরাপরাধ মানুষকে হত্যা করেছিল, তাদের সঙ্গে আমরা আপোশ করিনি। এবারও জঙ্গিবাদীদের সঙ্গে কোনো আপোশ নয়, আমরা ওদের ধ্বংস করব। বাংলাদেশ ও গণতন্ত্রকে রক্ষা করব। এই যুদ্ধ থেকে পেছানোর সুযোগ নেই। এটা শেখ হাসিনার একার লড়াই নয়, ১৬ কোটি মানুষের লড়াই।’
১৪ দলের নেতা-কর্মীদের উদ্দেশে ইনু বলেন, ‘যখন বাংলাদেশ উন্নয়নের পথে ও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, তখন গুলশান ও শোলাকিয়ায় ন্যক্কারজনক জঙ্গি হামলা হয়েছে। এই আক্রমণ যারা করেছে, তারা মুসলমান ও মুসলিম দেশের ক্ষতি করেছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তাই ১৪ দলের কর্মীবাহিনীকে বলব, আপনারা জঙ্গিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, জঙ্গিবাদীদের ধ্বংস করুন। এ ছাড়া মাঝামাঝি কোনো পথ নেই।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ প্রতিরোধ সমাবেশ হয়।