বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আজকের যুবকরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বোচাগঞ্জ বিরল আসনের জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের যুবকরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, মহান স্বাধীনতা যুদ্ধে যুবকরাই শরীরের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিষন ২০২১ বাসত্মবায়ন করতে যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, অর্থনৈতিক বুনিয়াদিকে মজবুত করতে হলে সমবায় আন্দোলন কে শক্তিশালী করতে হবে।

গত ১লা নভেম্বর শনিবার বোচাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় বিভাগ আয়োজিত জাতীয় যুব দিবস ও ৪৩তম জাতীয় সমবায় দিবসের যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলুর সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফসার আলী, বিআরডিপির সভাপতি মাইনদ্দিন আহমেদ, উত্তরা সমবায় সমিতির মোঃ মাহবুবুর রহমান মাহবুব, পুরস্কার প্রাপ্ত সফল যুবক মোঃ ডাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশিষ্ট সমবায়ী মোঃ আফছার আলী চৌধুরী। অপর দিকে ঐ দিন সন্ধায় উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে খালিদ মাহমুদ চৌধুরী এমপির হাতে ফুলের নৌকা তুলে দিয়ে বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ ডাবলু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোকসেদ আলী সরকার, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ নুর আলম, সদস্য বিশিষ্ঠ ঠিকাদার মোঃ হবিবর রহমান , ব্যবসায়ী মোঃ আবু সায়িদ সহ বিএনপি ও জাতীয় পার্টির প্রায় অর্ধশতাধীক নেতা কর্মি আওয়ামী লীগে যোগদান করেন।

Spread the love