
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এর শপথ গ্রহণ সম্পন্ন।
২৯ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপনকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) মোঃ হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, বিরল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, ১নং আজিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যাবৃন্দ এবং আজিমপুর ইউনিয়নের সুধীবৃন্দ।