সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আজ অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ রাতে প্রকাশ করা হবে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info এবং যে কোনো মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।

মোবাইলে পরীক্ষার ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu<স্পেস> h1 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এ পরীক্ষা চলতি বছরের ২১মে শুরু হয়। যা শেষ হয় ৬ জুলাই।

দেশের ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রে মোট এক লাখ ৮০ হাজার ৫১৭ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।