
আজ শনিবার
আন্তর্জাতিক নারী
দিবস। সারা
বিশ্বের মতো
বাংলাদেশও যথাযোগ্য
মর্যাদা ও
বিস্তারিত কর্মসূচীর
মাধ্যমে দিবসটি পালন
করার উদ্যোগ নেয়া হয়েছে। রাষ্ট্র ও সমাজ
জীবনের সর্বত্র নারী-পুরুষের সমঅধিকার
নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ সরকার
এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য
নির্ধারণ করেছে। এবারের প্রতিপাদ্য ‘উন্নয়নের
মূল কথা, নারী-পুরুষের সমতা’। এছাড়াও
মানবাধিকার ও নারী সংগঠনগুলো বিভিন্ন
প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করছে। ১৯১০
সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানার
নারী শ্রমিকদের নারী আন্দোলনে সক্রিয়
ভূমিকার প্রতি সম্মান জানাতে ৮ মার্চকে
আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত
হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ
আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। তখন
থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন
করা হয়।
সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে
মর্যাদা দেয়ার দাবিতে এদিনে নারীরা তাদের
অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের
ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের পথ
পরিক্রমা নির্ধারণ করে। যাতে আগামী দিনগুলো
নারীর জন্য আরো গৌরবময় হয়ে ওঠে।
আন্তর্জাতিক নারী দিবস ২০১৪ উপলক্ষে মহিলা ও
শিশু বিষয়ক মন্ত্রণালয় সকাল ১০টায় বঙ্গবন্ধু
আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা
অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।