
আজ ১৬ জুলাই বুধবার ২০০৭ সালের এ দিনে তৎকালীন সেনা সমর্থিত সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে গণতন্ত্রকে অবরুদ্ধ করে। বাংলদেশ ছাত্রলীগ এ দিনটি গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসাবে পালন করে থাকে। এবারও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে আজ ১৬ জুলাই, রোজ বুধবার দুপুর ১২টায় ঢাবির টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। বক্তব্য রাখবেন আওয়ামী লীগ এবং ছাত্র লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।