
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অফুরান খুশি ও মহা আনন্দের সওগাত নিয়ে বাংলাদেশের মানুষের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আজ সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। তবে আজ যদি দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল মঙ্গলাবার ৩০ রোজা পালন করে তার পরদিন বুধবার বাংলাদেশে পবিত্র ঈদ উদযাপন করা হবে। অবশ্য আজ সোমবার সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। পক্ষান্তরে আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকররমের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বৈঠকে বসছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। এ বৈঠক থেকেই আজ সন্ধ্যায় ঈদের তারিখ ঘোষণা করা হবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা আলাদা বিবৃতিতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সংবাদপত্রগুলোও ইতিমধ্যেই বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়াও ঈদ উপলক্ষে আয়োজন করেছে সপ্তাহব্যাপী অসংখ্য বর্ণাঢ্য অনুষ্ঠানের।
এই ঈদকে সামনে রেখে বাংলার ঘরে ঘরে, প্রাণে প্রাণে আনন্দের রোশনাই বইছে। খুশিতে গুঞ্জরিত হ”ে- ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…। ঈদ আরবী শব্দ, যার অর্থ উৎসব, আনন্দ এবং খুশি। পবিত্র মাহে রমজানের রোজার শেষে এ খুশির সওগাত নিয়েই এসেছে ঈদুল ফিতর। এ মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এ রমজান মাসটি রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাহে রমজান শেষে ঈদের চাঁদ দেখামাত্র ছোট বড় ধনী গরিব প্রতিটি মুসলমানের হৃদয়ে বইবে আনন্দের ঝর্ণাধারা। ধ্বনিত হবে- ঈদ মোবারক, আসসালাম।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা পালন করবে এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। তিনি বলেছেন, চান্দ্র মাস ২৯ দিনেও হয় আবার ৩০ দিনেও হয়। যদি আকাশে মেঘ থাকায় চাঁদ দেখা না যায় তবে ৩০ দিনে মাসের গণনা পূর্ণ করে তবে হবে ঈদ। এ প্রসঙ্গে মহানবী ইরশাদ করেছেন যে, সংযম সাধনার পর ঈদের দিনে রোজাদারগণ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়।
পবিত্র ঈদ মুসলমান এবং একইসাথে মানবজাতির ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে তোলে এবং সমপ্রীতি জোরদার করে। ধনী গরিব ভেদাভেদ ভুলিয়ে দিয়ে এক কাতারে শামিল করিয়ে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহংকারসহ সব অন্যায় পাপ মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয় পবিত্র ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের এ অনাবিল আনন্দকে আপনজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানীর প্রায় অর্ধ কোটি মানুষ ছুটছে গ্রামের দিকে। শত ঝক্কি ঝামেলা, বাধা বিপত্তি উপেক্ষা করেই নাড়ির টানে সবাই ছুটছে বাড়ি।
মাটির মায়ায়, নাড়ির টানে ঘরমুখো মানুষ ছুটছে তো ছুটছেই। লঞ্চ-স্টিমার, বাস, ট্রেন, বিমান এমনকি ট্রাকে চেপেও মানুষ ছুটে চলেছে আপন ঠিকানায়। উপচেপড়া ভিড়, যানবাহনে ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। ঘরমুখো মানুষের ঢল আজই রাজধানীকে ফাঁকা করে দিচ্ছে। মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এখন দোরগোড়াই। ধনী-দরিদ্র, ছোট-বড়, সাধারণ মানুষ সব মহল ইতিমধ্যেই ঈদ উদযাপনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে। সবাই শেষ করেছে ঈদের কেনা কাটাও। পবিত্র ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে ৩ দিন সরকারি ছুটি শুরু হয়েছে।
অপরদিকে আজ সোমবার সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। কারণ ওসব দেশে রবিবার শাওয়ালের চাঁদ দেখা গেছে বলে কর্তৃপক্ষ আজ ঈদ পালনের ঘোষণা দিয়েছে। রবিবার রাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানা যায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে সেসব দেশে ঈদ উদযাপিত হবে।