শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আজ থেকে জেএসসি পরীক্ষা দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার্থী ২ লাখ ১৭ হাজার ৬৮২জন॥ বেড়েছে প্রায় ২০হাজার

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষা আজ ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার ২লাখ ১৭ হাজার ৬৮২ জন অংশ নিচ্ছেন।

গত বারের চেয়ে এবার ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী বেশি অংশ গ্রহণ করছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, এবছর ৮টি জেলার ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিবেন ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী ১০ জন। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সমন্ন করা হয়েছে।

রংপুর বিভাগের ৮টি জেলার ৩ হাজার ১০৮টি স্কুলের ২৪৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবেন। রংপুর জেলায় ৩৮ হাজার ৬৯৭ জন, গাইবান্ধায় ২৮ হাজার ৮৮৫জন, নীলফামারীতে ২৫ হাজার ৩৮৫ জন, কুড়িগ্রামে ২৪ হাজার ৪২৯ জন, লালমনিরহাটে ১৮ হাজার ৭৪৫, দিনাজপুরে ৪২ হাজার ৩৬৬জন, ঠাকুরগাঁওয়ে ২২ হাজার ৯৬৩জন এবং পঞ্চগড় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ২১২ জন।