বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আজ থেকে সার্ক শীর্ষ সম্মেলন শুরু

আজ থেকে শুরু হয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। বাংলাদেশ সময় সকাল ৯টায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছান আট দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার নিজ নিজ দেশের বিশেষ বিমানে করে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান তারা।

এ সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজা পাকসে এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। স্বাগতিক নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা গোটা সম্মেলনের তত্ত্বাবধান করছেন।

সার্ককে ঘিরে নতুন রূপে সেজেছে কাঠমান্ডু। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার জালে ঢেকে ফেলা এই নগরীকে।

Spread the love