
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধান : নবাবগঞ্জের পুটিমারা ইউনিয়নের চড়ারহাট (প্রাণকৃষ্ণপুর) ও সারাই পাড়া (আন্দোলগ্রাম) পাশাপাশি ছায়া সুনিবিড় শান্ত গ্রাম দুটি অশান্ত হয়ে উঠেছিল ১৯৭১ সালের ১০ অক্টোবর ভোরবেলা। তখন মসজিদে ফজরের আযান দিচ্ছিলেন মোয়াজ্জেম। সবে মাত্র গ্রামবাসী ঘুম থেকে উঠতে শুরু করেছে। ঘুম ভাঙ্গা চোখে তাদের প্রথম দৃষ্টি পড়ে হানাদার পাকিস্তানী বাহিনীর উপর। শত শত হানাদার গোটা গ্রামটি ঘেরাও করে মেশিনগান, এসএমজি তাক করে আছে। পাক হানাদারদের গ্রাম ঘেরাওয়ের খবর গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়লে সবাই শংকিত হয়ে পড়ে। একদল পাক হানাদার বাড়ী বাড়ী গিয়ে ধরে আনতে শুরু করল বৃদ্ধ, যুবক, কিশোর ও মহিলাদের। সমবেত করল গ্রামের উত্তর-পূর্ব কোণে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পার্শ্ববর্তী জমিতে। ফজরের নামাজ শেষ হওয়া মাত্র আরেকদল পাক হানাদার রাস্তায় মাটি কাটার কথা বলে মসজিদের মুসল্লিদের একই স্থানে সমবেত করে। ভোরের নিস্তব্দতা ভেদ করে এক সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে দু’গ্রামের নিরীহ বৃদ্ধ, যুবক, কৃষক ও মহিলারা। মৃত্যু যন্ত্রণার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ভোর ৫ টা
থেকে সকাল ৮ টা পর্যন্ত চলে হানাদার পাক সেনাদের নারকীয় হত্যাযজ্ঞ। হানাদারদের নিষ্ঠুরতায় সেদিন রেহাই পায়নি মসজিদের ইমাম থেকে শুরু করে পুরুষ, মহিলা, কিশোর, যুবক ও গর্ভবতী মা। এ নারকীয় হত্যাযজ্ঞে চড়ারহাট (প্রাণকৃষ্ণপুর) ও সারাই পাড়া (আন্দোলগ্রাম) গ্রামের ১৫৭ জন নিরীহ পুরুষ ও মহিলা শহীদ হন। তাদের ভাগ্যে জোটেনি এক টুকরো কাফনের কাপড়। শুধু মশারি, কাঁথা ও শাড়ী-লুঙ্গির কাপড় দিয়ে তাদের দাফন করা হয়। গ্রাম দু’টি প্রায় পুরুষ শুন্য হওয়ায় কবর খোঁড়ার একটি কবরে একাধিক লাশও দাফন করা হয়। হানাদারদের গুলিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে কোন রকমের প্রাণে বেঁচে যান ক’জন গ্রামবাসী। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ডাঃ এহিয়া মন্ডল, রহমত, আঃ হামিদ, শিক্ষক মোজাম্মেল হক, খলিল উদ্দিন ও মোসলেম উদ্দিন, ডাঃ আবুল কালাম আজাদ, একরাম এখনও সেই ভয়াল নারকীয়তার সাক্ষ্য্ বহন করছেন। গ্রামবাসী শহীদদের স্মরণে ১টি কলেজ ও ১টি স্কুল প্রতিষ্ঠা করেছে। দিবসটি উপলক্ষ্যে দু’গ্রামের মসজিদে দোয়া ও চড়ারহাট শহীদ স্মৃতি কলেজে স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ দবিরুল ইসলাম জানান। যে কারণে এই হত্যাযজ্ঞঃ ৭১ এর ৩ অক্টোবর চড়ারহাটের পথ ধরে গরুর গাড়ীতে করে ৮ জন পাক সেনা বিরামপুরের দিকে যাচ্ছিল। পাক সেনারা বিরামপুর থানার বিজুল ও দিওড় গ্রামের মাঝামাঝি স্থানে পৌছা মাত্র মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ৭ জন পাক সেনাকে হত্যা করে। কিন্তু ভাগ্যক্রমে ১ জন প্রাণে বেঁচেন পালিয়ে গিয়ে খান সেনাদের বিরামপুর আঞ্চলিক ক্যাম্পে সংবাদ দিলে খান সেনারা ক্ষোভে ফেটে পড়ে। পালিয়ে যাওয়া ঐ খান সেনার ভুল তথ্যের কারণে দিওড় গ্রামের পরিবর্তে চড়ারহাট- সারাইপাড়া গ্রাম দুটি পাক হানাদাররা ১০ অক্টোবর ঘেরাও করে এবং ১৫৭ জন নিরীহ গ্রামবাসী হত্যাযজ্ঞের মাধ্যমে খান সেনা হত্যার প্রতিশোধ নেয়। এই হত্যাযজ্ঞের কিছুদিন পরই দেশ স্বাধীন হয়। এরপর একটি শহীদস্মৃতি ফলক নির্মিত হলেও গণকবরগুলো আজও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের আ’লীগ নেতা মোঃ হাবিবুর রহমান (রিপন) জানান- বাউন্ডারী দিয়ে গণকবরগুলো সংরক্ষন করা জরুরী। বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন ও আঃ রাজ্জাক জানান- যারা শহীদ হয়েছে ওই পরিবারগুলোকে সরকারীভাবে যেন আর্থিক সহায়তা দেয়া হয়। চড়ারহাট শহীদস্মৃতি কলেজের (সাবেক ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ এমদাদুল হক জানান- ওই দিন যারা বেঁচে গেছেন তাদের মধ্যে আমার পিতা ডাঃ এহিয়া কোমরে গুলিবিদ্ধ ও অন্ধ হয়ে বাড়ীতে পড়ে আছে।