বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আজ বসছে বাজেট অধিবেশন

Sonsadআজ মঙ্গলবার বিকাল ৫ টায় শুরু হতে যাচ্ছে ১০ম জাতীয় সংসদের বাজেট অধিবেশন। গত ১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতা অনুযায়ি এ অধিবেশনের আহবান করেন। এটি হবে ১০ম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনের তৃতীয় কার্যদিবসে আগামী ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে একনাগাড়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বর্তমান আওয়ামী লীগ সরকারের এটি হবে প্রথম বাজেট। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৯ম সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০১৩ সাল পর্যন্ত সংসদে ৫টি বাজেট পেশ করেছিল।
এছাড়া এ বাজেট হবে দেশের ৪৩তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৫তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আব্দুল মুহিতের অষ্টম বাজেট। অর্থমন্ত্রী আগামী ৫ জুন ২০১৩-২০১৪ অর্থবছরের সম্পুরক বাজেটও পেশ করবেন। ইতোমধ্যে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটের আকার কত হবে তার ঈঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে হবে।
এদিকে চলতি অর্থবছরের মূল বাজেট ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। পরে সংশোধিত হয়ে এ বাজেটের আকার দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ২২০ কোটি টাকা। এর আগে গত ২০ মে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৮৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেয়। কর্পোরেশন এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান খাতের ৫ হাজার ৬৮৫ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসুতিতে অর্ন্তভূক্ত করায় এডিপি আকার বেড়ে যায়। তবে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ বাদ দিলে আগামী অর্থবছরের মূল এডিপি খাতে বরাদ্দ দাঁড়াবে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
পক্ষান্তরে আগামী অর্থবছরের এডিপি বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় শতকরা ৩২ ভাগ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি ৬০ হাজার কোটি টাকা। চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরের মূল এডিপি ছিল ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। অপরদিকে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাজেট অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আজ বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।