বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আজ ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা

Indiaআজ ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ইতোমধ্যেই এ ফলাফল ঘোষণার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানা যায়,  সকাল ৮ থেকে ভোট গণনা শুরু করা হবে।  বিকেল ৫টার পরই জানা যাবে কে আসছেন ভারতের ক্ষমতায়।
নির্বাচন কমিশন জানায়, স্ব-স্ব রাজ্যেই ভোট গণনা হবে। ইভিএম যে স্ট্রং রুমে রাখা রয়েছে সেখানে সিসিটিভি বসানো হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা কেন্দ্রে ইভিএম আনা হয়েছে। ভারতে সাধারনত ডিএম কার্যালয়ে ভোট গণনা হয় তবে কোন জেলায় যদি বেশী সংসদীয় এলাকা থাকে তাহলে অন্যত্র গোণা হয়। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। গণনা শেষ হওয়ার আধঘণ্টার মধ্যে ইভিএম গণনা। গণনা কেন্দ্রে থাকছে বড় বোর্ড।
একটি সমীক্ষা থেকে জানা গেছে, রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৮-৩১টি আসন। তবে সমীক্ষা যে ফলেরই ইঙ্গিত দিক না কেন, তৃণমূল শিবির সাফ জানিয়ে দিচ্ছে, সমীক্ষার থেকে অনেক ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হিসাব, প্রায় ৩৬ থেকে ৪০ শতাংশ ভোট পাবে দল। দেশের তৃতীয় বৃহত্তম দলও হবে তৃণমূল। বিজেপি তাকিয়ে রয়েছে এ রাজ্যের ফলাফলের দিকে। কিন্তু কতটা প্রভাব রাজ্যে পড়বে, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা যথেষ্ট আশা দেখাচ্ছেন না। সব মিলিয়ে কার ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে, তা জানতে আর সামান্য অপেক্ষা।
এদিকে গণনা কেন্দ্রগুলিতে প্রস্তুতি চরমে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে- রাজ্যের প্রতি গণনা কেন্দ্রে। কড়া নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর গণনা পর্বও নির্বিঘেœ পরিচালনা করতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, ৩৯৪টি হল-এ গণনা চলবে। স্ট্রং রুম থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইভিএমগুলিকে গণনাকেন্দ্রে নিয়ে আসা হবে। কেন্দ্রের বাইরে থাকছে- ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য ও কলকাতা পুলিশ। রাজ্যে ৪২টি লোকসভা ও ছটি বিধানসভা উপনির্বাচনের ফল গণনা হবে রাজ্যের বিভিন্ন্ প্রান্তে।
কলকাতা কেন্দ্রের ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কলকাতা দক্ষিণ কেন্দ্রের গণনা হবে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, সেণ্ট টমাস বয়েজ হাই স্কুল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেণ্ট স্কুল ও ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে। এছাড়াও দার্জিলিং ও রায়গঞ্জের জন্য চটি করে গণনাকেন্দ্র থাকছে। বাকি লোকসভা কেন্দ্রগুলির জন্য একটি করে গণনাকেন্দ্র করা হয়েছে।
রাজ্যের মোট ৪২টি আসনের জন্য ৪৮টি জায়গায় থাকছে মোট ৬৯টি ভোট গণনা কেন্দ্র। সর্বোচচ ৩৩ রাউন্ড ও সর্বনিম্ন্ ১৬ রাউন্ড গণনা হবে। গণনা কেন্দ্রগুলিতে নজরদারির দায়িত্বে ৯৮ জন পর্যবেক্ষককে রাখছে কমিশন। এর মধ্যে ৪৩ জন সাধারণ পর্যবেক্ষক ও ৫৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক। প্রতিটি কেন্দ্র পিছু ১০ জন মাইক্রো অবজারভার ও প্রতিটি টেবিলে থাকবেন একজন অ্যাসিস্ট্যাণ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। গোটা গণনা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে।