সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আজ মঙ্গলবার থেকে হাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে। তবে ৭ নভেম্বর শুক্রবারের ‘এফ’ ইউনিটের সকাল ৯.৩০ টা থেকে ১১ টার ভর্তি পরীক্ষা একই দিনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী হলো-৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১ থেকে ১০৬০০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬০০১ থেকে ১১২২৯৯ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর বুধবার সকাল ৯.৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১:৩০টায় ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত রোল নং ২০৬০০১ থেকে ২১২১০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ নভেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৮ নভেম্বর শনিবার সকাল ৯.৩০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৩টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd-এ পাওয়া যাচ্ছে।

সোমবার দুপুরে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সেকশন অফিসার কর্তৃক সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Spread the love