মার্কিন যুক্তরাষ্ট্র ও বলিভিয়া ১০ দিনের
সরকারি সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ
আজ বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন। সকাল
১০টা ১৫ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি
নিয়মিত ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল
(রা.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন।
তিনি আগামী ১৪ ও ১৫ জুন বলিভিয়ার সান্তাক্রুজ
ডি লা সিয়েরায় অনুষ্ঠিতব্য ‘কমেমোরেটিভ
সামিট অব জি-৭৭ এন্ড চায়না’য় যোগ দেবেন।
আগামী ১৩ জুন তিনি বলিভিয়ার বাণিজ্যিক
প্রাণকেন্দ্র সান্তাক্রুজে যাবেন এবং পরদিন জি-৭৭
এর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনের
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
আগামী ১৫ জুন সম্মেলনে জি-৭৭’র অভিন্ন স্বার্থ-
সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর ভাষণ দেবেন আব্দুল
হামিদ। বলিভিয়া বর্তমানে জি-৭৭’র সভাপতি
এবং সংস্থার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ সম্মেলন
অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আলোচ্যসূচীর মধ্যে
রয়েছে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস ও বিশ্ব রক্ষায়
টেকসই পন্থা খুঁজে বের করা। জি-৭৭ জাতিসংঘের
উন্নয়নশীল দেশগুলোর সংস্থা। ১৯৬৪ সালে এটি
প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৩।
বাংলাদেশ এই সংস্থার অন্যতম সদস্য।
এ সম্মেলনে যোগদান শেষে আগামী ১৬ জুন
রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিউইয়র্কের উদ্দেশ্যে
বলিভিয়া ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র সফরকালে
তিনি নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন
এবং ১৯ জুন জাতিসংঘের মহাসচিব বান কি
মুনের সাথে বৈঠক করবেন। এছাড়া ১৭ জুন তিনি
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া
এক সংবর্ধনায় যোগ দেবেন। ১৮ জুন নিউইয়র্কে
কিশোরগঞ্জ সমিতিও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে
সংবর্ধনা দেবে। এর পর আগামী ২১ জুন তিনি
নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২২ জুন সন্ধ্যায় দেশে
ফিরবেন বলে আশা করা হচ্ছে।