
আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী । ১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
সে সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে শেখ ফজলুল হক মণি এবং সাধারণ সম্পাদক ছিলেন নূরে আলম সিদ্দিকী দায়িত্ব পালন করেন।
দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে । ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বালন। সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ এবং ১০টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ সব শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা শেষে দোয়া মাহফিল।
আগামী ১৫ নভেম্বর দুপুর দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠান করবে আওয়ামী যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে যুবলীগ চেয়ারম্যান মো. ওমর ফরুক চৌধুরী।