শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আটক এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন

1386069481.সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেলেও র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছেন তাকে চিকিৎসার জন্য সিএমএইচ এ নেওয়া হয়েছে।

র‌্যাব-১ এর একটি ইউনিট তাকে তার বারিধারার বাসভবন থেকে রাত ১১টা ৪০ মিনিটে গাড়িতে করে নিয়ে গেছে বলে জানা যায়।

তবে র‌্যাবের কমান্ডিং অফিসার কর্ণেল কিসমত হায়াৎ একটি বেসরকারি টেলিভিশনকে জানান, এরশাদকে গ্রেফতার করা হয়নি। অসুস্থবোধ করায় এরশাদকে চিকিৎসার জন্য সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে।