দিনাজপুর প্রতিনিধি : অবৈধপথে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।
সোমবার সন্ধ্যা ৬টায় হিলি চেকপোষ্ট গেটে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিএসএফ সদস্যরা তাদের বিজিবির নিকট ফেরত দেন।
বিএসএফ যে পাঁচজনকে ফেরত দিয়েছে তারা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি লশকরা গ্রামের মনোরঞ্জন বর্মনের ছেলে তপন চন্দ্র বর্মন (২২), একই এলাকার সুরেন্দ্রনাথ রায়ের ছেলে হরিপদ রায় (২৩), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসপুর গ্রামের রাম চন্দ্র সরকারের ছেলে (৩০), জয়পুরহাট জেলা সদরের চকবরকতের সুন্দরপুর গ্রামের যগদিস বর্মনের ছেলে সনজিদ বর্মন (১৪), নওগাঁর ধামুইরহাট উপজেলার খেলনা গ্রামের সাঞ্চু ওরাও এর ছেলে বুদু ওরাও (১৬)।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান।
আটককৃতরা জানান, রোববার রাতে হিলি সীমান্তের রেলওয়ে ষ্টেশনের পার্শ্বে কামালগেট এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে বালুরঘাট যাওয়ার পথে হিলি বাসস্টান্ড হতে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ায় বিএসএফ সদস্যরা তাদের আটকের পর আমাদের নিকট ফেরৎ দিয়েছে। প্রক্রিয়া শেষে আমরা তাদের হাকিমপুর থানায় সোপর্দ করবো।