শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক পিপিআই কমিটির মূল্যায়ন ও পুন-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

   রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক পিপিআই কমিটির মূল্যায়ন ও পুন-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ক্যাটালিষ্ট হেলভেটাস সুইস ইন্টার কপারেশন এর অর্থায়নে পিপিআই কমিটি ও লোকাল এগ্রি বিজনেস নেটওর্য়াক (ল্যান) এর উদ্দ্যেগে উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে উপজেলা কৃষি অফিসার ও পিপিআই কমিটির সভাপতি মো: শামীম ইকবাল সভাপতিত্বে এই মূল্যায়ন ও পুন-পরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে হেলভেটাস সুইস ইন্টার কপারেশন দিনাজপুর রিজিয়ন এর ডেপুটি ডিজনাল কো-অরডিনেটর কৃষিবিদ মো. নুরুল ইসলাম, লোকাল এগ্রি বিজনেস নেটওর্য়াক (ল্যান) এর উপজেলা ভ্যাসিলিটেটর মো. আমিনুল হাসান, পিপিআই কমিটির সদস্য সচিব ও ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. আঃ কাদের প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক মাঠ স্কুলের প্রতিনিধি, কৃষি সেক্টরের পিপিআই কমিটির সকল সদস্য সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মূল্যায়ন ও পুন-পরিকল্পনা সভায় পূর্বের পরিকল্পনা পর্যবেক্ষন, বিশে­ষন, শিক্ষন ও নতুন কর্মপরিকল্পনা তৈরীর বিষয়ে আলোচনা হয়। এতে আগামী নভেম্বর মাসে মরিচ ও ডিসেম্বর মাসে বোরো চাষাবাদের ওপর একদিনে প্রশিক্ষন কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।