রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আটোয়ারীতে জাগপা’র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

রীনা চৌধূরী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাগপার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে৷ গত সোমবার সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে জাগপার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা জাগপার সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহজাহান আলী   উপস্থিত থেকে বক্তব্য রাখেন৷ এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা জাগপার সাধারণ সম্পাদক, মো. রাজেউর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক, মো. বজলুর রহমান, যুব জাগপার সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আঃ রহমান, সহ- সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন৷ আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়৷