সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ ‘‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পরিষদ চত্বরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়ের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কন্যা শিশু দিবসের উপর গুরুত্বারোপ করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সূর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ ফখরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-ছাত্রী সহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগন অংশ নেন।