
রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ডিটারজেন্ট পাউডার ও মশার কয়েল সহ ৪৫টি বিভিন্ন পণ্য উৎপাদনের নকল কারখানার সন্ধান লাভ। এঘটানায় মালিক দম্পত্তির পৃথক ভাবে ১ বছর করে কারাদন্ড। উলে¬খ যে, পাশ্ববর্তী ঠাকুরগাও জেলার রুহিয়া সেনীহাড়ী এলাকার জনৈক এনামুলের পুত্র আনোয়ার আলী (৪৩) ও তার স্ত্রী আনজুমান (৩৩) অতিসম্প্রতি আটোয়ারী উপজেলা সদরস্থ ছোটদাপ গ্রামে জনৈক উজ্জলের বাসা ভাড়া নিয়ে গোপনে কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার, কাপড় কাচা সাবান, রয়েল চা পাতা ও মশার কয়েল সহ প্রায় ৪৫টি পণ্য পর্যায়ক্রমে অবৈধভাবে উৎপাদন শুরু করে বিভিন্ন ব্রান্ডের মোড়কে বাজার জাত করে। গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ এক অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদিত নিুমানের প্রায় ৫ মণ ডিটারজেন্ট পাউডার, প্রায় ১০ বস্তা কাপড় কাচা সাবান ও প্রায় ১০ বক্স মশার কয়েল জব্দ করে কারখানার মালিক দম্পত্তি আনোয়ার হোসেন ও আনজুমানকে আটক করে। তাৎক্ষনিকভাবে আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।