বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আটোয়ারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ আহত- ৩

শাহীনুর ইসলাম শাহীন,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষে তিন জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷ অভিযোগে জানা গেছে, উপজেলার পল­ীতে আলোয়াখোয়া গ্রামের ঠাকুর পাল এর ছাগল একই গ্রামের জৈনক ধরনীর ধান খেতে গেলে ধরনীর স্ত্রী অনো রানীর সাথে ঠাকুর পালের স্ত্রী অনিতা রানীর বাকবিতন্ডা শুরু হয় এক পর্যায়ে লক্ক্‌ী পাল এর পুত্র ধরনী, দগজু, অমল, দয়াল লাঠি ও দা নিয়ে এসে ঠাকুর পালের স্ত্রী ও পুত্র সন্ানে এলোপাথারী মারধর শুরু করে৷ এতে তিন জন গুরুত্বর আহত হয়৷ আহতরা হলেন, মৃতরংখ নারায়ন এর পুত্র ঠাকুর পাল (৫০), ঠাকুর পালের স্ত্রী অনিতা রানী (৪৫), পুত্র প্রিয় নাথ (২৭) আহত তিনজনকে আটোয়ারী সদর হাসপাতালে এনে ভর্তি করলে কর্তব্যরত ডাঃ প্রিয় নাথের অবস্থা আশংখা জনক দেখে পঞ্চগড় সদর হাসপাতালে রেফার্ড করেন৷ এ রিপোর্ট লেখা পর্যন্কোন মামলা হয় নাই তবে মামলার প্রস্তুতি চলছে৷