
পঞ্চগড়ের আটোয়ারীতে দুইজন ছিনতাইকারী আটক হওয়ার খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মকলেছুর রহমান গত শুক্রবার সন্ধ্যায় বোদা বাজার থেকে বাড়ি ফেরার পথে ৪/৫ জন লোক কুড়লিয়া ব্রীজের পার্শে পথরোধ করে ছিনতাই করার চেষ্টা চালায়। এ সময় মকলেছুর চিৎকার করলে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে বেধরক মারপিট করে। পরে স্থানীয় লোকজন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাস্কিং মিলে নিয়ে আসে। সেখান থেকে আটোয়ারী থানায় সংবাদ দিলে আটোয়ারী থানার কর্মকর্তা ইনর্চাজ ও ওসি তদন্ত সংঙ্গীয় ফোঁর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করায়। পরে মকলেছুরকে বাদি করে আটোয়ারী থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়। এ বিষয়ে ওসি মোঃ শাহ আলম এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, ছিনতাইকারীর কাছে একটি ধারালো অস্ত্র পাওয়া গেছে। এ বিষয়ে বাদি মকলেছুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান যে, ইতিপূর্বে ওই রাস্তায় ১ সপ্তাহে ৩ বার ছিনতাই এর ঘটনা ঘটেছে। এবার এই ছিনতাইকারী ধরা পরেছে তাতে ওই এলাকার মানুষ স্বস্তির নিঃশাস ফেলেছে।