রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আটোয়ারীতে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : শাহীনুর ইসলাম শাহীন, ‘‘বঙ্গবন্ধুর জন্ম দিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গতকাল মঙ্গলবার দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে যথাযথ মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে ১০ পাউন্ডের ১টি কেক কেটে জন্ম দিনের দিবসটি পালন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান আব্দার, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী ও মীরা রানী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড্যাঃ আনিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আলোচনা শেষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন।