পঞ্চগড়ের আটোয়ারীতে শিক্ষককে না বলে বাড়ি যাওয়ার অপরাধে এক আবাসিক ছাত্রকে নির্দয়ভাবে পিটিয়েছে মাদ্রাসা শিক্ষক। সোমবার সকালে গুরুতর অসুস্থাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধায় আটোয়ারী উপজেলার গিরাগাঁও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক তত্বাবধায়ক মো. খাদেমুল ইসলাম ওই ছাত্রকে মারপিট করেন। এ ঘটনায় অন্যান্য মাদ্রাসার অভিভাবকরাও আতঙ্ক প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীর অভিভাবক জানায়, উপজেলার ওই হাফেজিয়া মাদ্রাসার হেফজ্ব বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম ইসলাম (৯) । সে মাদ্রাসার পার্শ্ববর্তি গিরাগাঁও বাজার এলাকা মো. সাদেক আলীর পুত্র। অভিযোগ রয়েছে, ওই মাদ্রাসায় পবিত্র কোরআন শিক্ষার নামে প্রায় কোমলমতি শিশুদের উপর অমানুষিক নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে রোববার সন্ধায় খায়রুল শিক্ষককে না জানিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় মাদ্রাসার আবাসিক তত্বাবধায়ক মো. খাদেমুল ইসলাম তাকে দেখতে পেয়ে মাদ্রাসায় নিয়ে লাঠি দিয়ে নির্দয়ভাবে মারপিট করেন। এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে পরদিন সোমবার সকালে ওই শিক্ষক সাইফুল নামে মাদ্রাসার আরেক ছাত্রকে দিয়ে খায়রুলকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু সাইফুল ভয়ে ওই তার সহপাঠিকে বাড়িতে না নিয়ে বাড়ির পাশে ডুংডুংগি বাজারের কাছে ফেলে যায়। খবর পেয়ে খায়রুলের অভিভাবকরা তাকে উদ্ধার করে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
খায়রুলের মা শাহারা খাতুন বলেন, ওই মাদ্রাসায় শিক্ষার নামে প্রায় শিশুদের উপর অমানুষিক নির্যাতন করা হয়। তারা আমার ছেলেকে নির্দয়ভাবে বেত্রাঘাত করেছেন। বর্তমানে সে গুরুতর অসুস্থ। আমরা ওই শিক্ষকের বিচার চাই।
খায়রুলকে লাঠি দিয়ে পেটানোর কথা স্বীকার করে মাদ্রাসার আবাসিক তত্বাবধায়ক মো. খাদেমুল ইসলাম বলেন, সে মাদ্রাসার ছাত্রদের টুপি চুরি করে না বলে পালিয়ে যাচ্ছিল। এজন্য একটু শাসন করা হয়েছিল। এতে অসুস্থ হলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, অসুস্থাবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে ডেকে আনা হয়েছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ভবিশ্যতে শিক্ষার্থীদের মারপিট করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।