
পবিত্র শবেবরাতের রাতে আতশবাজিকে
কেন্দ্র করে রাজধানীর মিরপুরের কালশিতে
বিহারি-বাঙালি ভয়াবহ সংঘর্ষ। কাম্পে আগুণ।
একই পরিবারের আটজনসহ ৯ জন নিহত হয়েছে।
তাদের মধ্যে ৫ জন শিশু। যাদের বয়স ৬ বছরের
নিচে। বিহারিদের অভিযোগ, পুলিশ দ্রুত পদক্ষেপ
নিলে এতগুলো প্রাণহানি হতো না। তারা
জড়িতদের গ্রেফতার দাবি করেছেন।
আজ শনিবার ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।
এদিকে মিরপুর জোনের উপকমিশনার ইমতিয়াজ
আহমেদ বলেন, মধ্য রাতের পর আতশবাজির
বিস্ফোরণে অথবা ঘরে কেউ আগুন দেয়ার কারণে
হতাহতের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষে ঠিক
কতজন নিহত হয়েছেন তা লাশ উদ্ধারের আগে
বলা যবে না বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র শবে বরাত
উপলক্ষে শুক্রবার রাতে আতশবাজি ফাটানোর
প্রতিবাদে শনিবার সকাল ৭টার দিকে ‘আটকেপড়া
পাকিস্তানি’ হিসেবে পরিচিত বিহারিদের সঙ্গে
বাঙালিদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ
বাঙালিরা বিহারি ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। এ
সময় আগুনের পুড়ে ৯ জন নিহত হয়েছে। এর
মধ্যে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের
মধ্যে নারী ও শিশু রয়েছে।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, দুর্বত্তরা
সকালের হঠাৎ বিহারি ক্যাম্পে হামলা চালায়। এ
সময় তারা বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
এতে অন্তত ১০টি ঘর পুড়ে গেছে। আরো বেশ
কয়েকটি ঘরে ভাংচুর হয়েছে। ঘটনাস্থলে অন্তত
৯টি মৃতদেহ পড়ে রয়েছে।
অপরদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে
পৌঁছালে এলাকাবাসীর সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ
ভয়াবহ আকার ধারণ করায় পুলিশ টিয়ালশেল,
রাবার বুলেট ও ফাঁকা গুলি করে দু’পক্ষকে ছত্রভঙ্গ
করার চেষ্টা করছে। পুলিশের পাশাপাশি অন্যান্য
বাহিনীও ঘটনাস্থলে কাজ করছে। সংঘর্ষের কারণে
কালশি ও আশপাশের বেশ কয়েকটি রাস্তায় যান
চলাচল বন্ধ রয়েছে।