
আত্মপ্রকাশ করল অ্যাপল পরিবারের নতুন সদস্য আইপ্যাড এয়ার-২ এবং আইপ্যাড মিনি-৩। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় গতকাল বৃহস্পতিবার রাতে এ নতুন ট্যাবলেট পিসির উদ্বোধন করলেন এপল সিইও টিম কুক। ঠিক যে ভাবে বছর তিনেক আগে এপল পুরোধা স্টিভ জোবস সকলের সামনে মেলে ধরতেন তার সংস্থার নতুন প্রোডাক্ট, অনেকটা সেইভাবেই কুক প্রকাশ করলেন আইপ্যাডের নতুন সম্ভার। যদিও উপস্থিত দর্শকরা জোবসের স্মৃতিভারেই কাতর হলেন। পৃথিবীতে এখনও পর্যন্ত এত পাতলা ট্যাবলেট পিসি বাজারে আসেনি বলেই দাবি অ্যাপলের। এতদিন পর্যন্ত বাজারে থাকা জিওনি কোম্পানির এলিফ মডেলের মোবাইল ফোন ছাড়া বাজারে এত পাতলা আর কোনও ফোন বা পিসি ডিভাইস নেই। ওজনে মাত্র ৫০০ গ্রাম এ ট্যাবলেট পিসিতে রয়েছে আঙুলের ছাপ থেকে ব্যবহারকারীকে শনাক্ত করার পতি। এছাড়াও উন্নতমানের রেটিনা ডিসপ্লে প্রযুক্তিও রয়েছে এ ট্যাবলেট পিসিতে, যার ফলে ছবির মান আরও ভাল হবে বলেও জানানো হয়েছে। এ ট্যাবলেট পিসিতে যে ‘আইসাইট’ ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাও এপলের নিজস্ব প্রযুক্তিতেই তৈরি।