
কাশি কুমার দাস, স্টাফ রিপোর্টার।। সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম বলেছেন ঋণ বিতরণ কর্মসূচীর পাশঅপাশি পিকেএসএস সারা দেশের আত্ম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভর করে গড়ে তোলার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার ৫নং শশরা ইউনিয়নের ফুলতলা বাজারে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে পিকেএসএফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এবিএসকের নির্বাহী প্রধান রাজিয়া হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ তৌফিক ইমাম, পিকেএসএফএর উপ-ব্যবস্থাপক মোঃ ফজলুল কাদের। সহকারী মহাব্যবস্থাপক মির্জা নাজমুল হক, ও ইউপিচেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচীর পিসি দেওয়ান মোঃ আবু আহসান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপ-নির্বাহী খালেদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি সকালে শেখপুরা ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসা কার্যক্রম, উথরাইল ইউনিয়নের ও কাউনিয়া ইউনিয়নে পিকেএসএফ এর অর্থায়নে কৃষি ইউনিট ও প্রাণি সম্পদ, সবজি ক্ষেত, গাভী পালন ও গরু মোটা তাজাকরন, ভিক্ষুক পুনর্বাসন, শিক্ষা সহায়তা ও বায়গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন।