বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আদালতের নির্দেশের পর ইবোলা প্রতিরোধে হিলি চেকপোস্টে বিশেষ মেডিক্যাল টিম

একজন আইন জীবির আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশক্রমে প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ মেডিক্যাল টিম কাজ করছে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এই বিশেষ টিমটি গঠন করে।

নয় সদস্য বিশিষ্ট মেডিক্যাল টিমের প্রধান হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি,এইচ,ও)। এ ছাড়া দুইজন ডাক্তার, মেডিক্যাল এ্যাসিসটেন্স দুইজন, ল্যাবরেটরি ট্যাকনেশিয়ানেএকজন, ফার্মাসিস্ট একজন ও দুইজন নার্স্ রয়েছেন।

এ মেডিক্যাল টিম দুই শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১টা। দুপুরের খাবারের বিরতি।পরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইবোলা ভাইরাস প্রতিরোধে কাজ করছেন।

 

ভারত থেকে বাংলাদেশে যাতায়াতকারীদের শরীরের মাধ্যমে যাতে ইবোলার জীবাণু বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষে কাজ  করেছে বিশেষ মেডিক্যাল টিমটি।

এ ক্ষেত্রে উভয় দেশে যাতায়াতকারী ট্রাক চালকদের কোনো চেকআপের ব্যবস্থা না থাকায় ইবোলা ভাইরাসে আক্রান্তের আশংকা রয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল ট্যাকনোলজিস্ট প্রদীপ কুমার শীল জানান, বর্তমানে হিলি হাসপাতালে যে ধরনের উপকরণ রয়েছে তা দিয়ে ইবোলা ভাইরাস সনাক্তকরণ সম্ভব নয়। তবে এ রোগের প্রাথমিক উপসর্গগুলো দেখে কারো শরীরের মধ্যে এ ভাইরাস আছে কি না তা নির্ণয় করা হচ্ছে।

মেডিকেল টিমের চিকিৎসক ও হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জিল্লুর রহমান জানান, ইবোলা প্রতিরোধের জন্য আমাদের কাছে সে রকম নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা যন্ত্র নেই। তবে উপসর্গ দেখে সন্দেহ হলে ইবোলা আক্রান্ত কি-না নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় প্রেরণ করা হবে। এখন পর্যন্ত ইবোলা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সোলায়মান আলী জানান, ইবোলা প্রতিরোধে গঠিত ৯ সদস্যের মেডিক্যাল টিম দুই শিফটে সকাল থেকে বিকেল পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছেন। তবে ইবোলা সনাক্তকরণের প্রয়োজনীয় মেডিসিন না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে  চাহিদাপত্র দেওয়া হয়েছিল। সে মোতাবেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া গেছে। তবে বাকি জিনিসিপত্রের চাহিদা চেয়ে কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের্র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হিলি ইমিগ্রেশনে বিশেষ সতর্কতাবস্থা জারি করা হয়েছে।

তিনি জানান, ইবোলায় আক্রান্ত পাঁচটি দেশের নাগরিকরা বাংলাদেশে আসলে এবং বাংলাদেশি বা ভারতীয় কোনো নাগরিক যদি গত ৬০ দিনের মধ্যে ওই দেশগুলোতে ভ্রমণ করে থাকে, তবে তাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চত হওয়ার পরেই কেবল পাসপোর্ট ছাড়করণ দেওয়া হবে।

Spread the love