শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তঃ উপজেলা স্কুল (বালিকা) হ্যান্ডবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দিনাজপুর উচ্চ বিদ্যালয়

ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুর বড় ময়দানে আন্তঃ উপজেলা স্কুল (বালিকা) হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর বুধবার বিকেল ৪টায় দিনাজপুর বড় ময়দানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ উপজেলা স্কুল (বালিকা) হ্যান্ডবল টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলায় ৬-১ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর উচ্চ বিদ্যালয়। খেলায় রানার্সআপ হয় বিরল তেঘরা বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও দিনাজপুরের ডেপুটি কমিশনার আহমদ শামীম আল রাজী’র সহ ধর্মীনি মিসেস শাহিন আক্তার। সংস্থার সাধারণ সম্পাদিকা জিনাত আরা চৌধুরী মিলির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ও দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন’র সহ ধর্মীনি মিসেস ওয়াহিদা ওয়াহাব, সহ সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞার সহ ধর্মীনি মিসেস নিশাত জাহান। এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার পূর্বে অতিথিবৃন্দদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

Spread the love