
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর, প্ল্যান, ওয়ার্ল্ড ভিশন, ল্যাম্ব, কারিতাস, রিক, কেয়ার বাংলাদেশ, ইউএসএআইডি, পল্লীশ্রী-এর সহযোগিতা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় জীবনব্যাপী সক্ষমতা কে সামনে রেখে সোমবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ হাম্মাদুল বাক্কির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দিনাজপুর (সার্বিক) আবু রায়হান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোঃ সামসুদ্দিন, সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক মোঃ লিয়াকত আলী, সদর উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন ও আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর অফিসের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন প্রমুখ।
জেলা প্রশাসন কার্যালয়ে সম্মুখে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস দফতর ভূমিকম্প এবং অগ্নি হতে বাঁচার জন্য প্রচারমূলক বিভিন্ন বিষয় ডিসপে করে দেখান।