
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল ধারার কর্মক্ষেত্রগুলোতে নারীর অবদান বেড়েই চলছে। বর্তমানে ১ কোটি ৬৮ লাখ নারী কৃষি শিল্প ও সেবা অর্থনীতির খাতে কাজ করছে। অর্থনীতির ভাষায় বলা হচ্ছে নারীরা অর্থনীতির স্বকৃয় কর্মী। মূল ধারার অর্থনীতি হিসেবে স্বীকৃত উৎপাদন খাতের মোট কর্মীর প্রায় অর্ধেকেই এখন নারী। এ খাতে ৫০ লাখ ১৫ হাজার নারী পুরুষ কাজ করেন। তাদের মধ্যে নারী ২২ লাখ ১৭ হাজার। নারী কর্মীদের সিংগভাগই শ্রমজীবী। তাদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
গতকাল ৮ মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইসইউপিকে-প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে প্রটেক্টিক হিউম্যান রাইডস (পিএইচআর) প্রোগ্রামের আওতায় ‘‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।