শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বহ্নিশিখা মহিলা উন্নয়ন সংস্থার মানব বন্ধন কর্মসূচী পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : ‘‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বহ্নি শিখা মহিলা উন্নয়ন সংস্থা দিনাজপুর অংশগ্রহণ করে।

বহ্নিশিখা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খ্রীষ্টিনা লাভলী দাশ এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোখসানা বানু হাবীব। মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অধিকার বাস্তবায়ন করতে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে নারীদের পাশাপাশি পুরুষদেরও সহযোগিতা করতে হবে। আসুন, আমরা নারীর ক্ষমতায়নসহ তাদের অধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।