বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন পালিত

রফিক প্লাবণ : ‘‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে সকাল ১০টা থেকে ১১ টা পর্যমত্ম ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সুলতানা বুলবুল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, পল্লীশ্রী’র সুরাইয়া আক্তার, আরডিআরএস এর কোহিনুর বেগম, ব্রাক প্রতিনিধি মহসিন আলী, উদ্যোগে’র নেজাবত হোসেন, এমবিএসকে’র মোর্শেদা পারভীন, শাহিনুর, বাহৃিশিখা মহিলা উন্নয়ন সমিতি’র খ্রিষ্টিনা লাভলী দাস, উষা নারী উন্নয়ন এর নুর ছাবা, মহুয়া হস্তশিল্প’র নুরুন নাহার, এইট কুমিল্লা’র নিলিমা মন্ডল, ওয়ার্ল্ড ভিশন’র এস্টিনা দাস, নিউক্লিয়াস’র হাসিনা আকতার প্রমুখ।

 

মানববন্ধনের উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব ও উপস্থাপনা করেন ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ।

 

মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, নিবন্ধনকৃত সমিতিসমুহ অংশ নেয়।