
জিন্নাত হোসেন : আন্তর্জাতিক নারী দিবস উপলে দিনাজপুর মৌ নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে।
৮ মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলে “নারী’র মতায়-মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌ নারী উন্নয়ন সংস্থার সভাপতি ইলোরা আহম্মেদ ইতি এর নেতৃত্বে এক র্যালী শহরের লালবাগ থেকে বের হয়ে শহর প্রদনি শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত র্যালীতে অংশগ্রহণ করে। র্যালীতে অংশগ্রহণ করেন মৌ নারী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।
Please follow and like us: