
আতিউর রহমান, ষ্টাফ রিপোর্টার, বিরল (দিনাজপুর) : সারাদেশের ন্যায় বিরলে শুক্রবার সকাল ১০ টায় ‘‘নারীর ক্ষমতায়ন ও মাবতার উন্নয়ন’’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মূখ সড়কে বিভিন্ন এনজিও সমুহের সহযোগীতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানব বন্ধনে মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম। মানববন্ধনে বিভিন্ন সংস্থা ও সংগঠনের নারী নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।