শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক সংহতি দিবসে দিনাজপুরে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি ॥ নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অকিারের সহযোগিতায় অধিকার দিনাজপুর প্রতিনিধি মোঃ ইদ্রিস আলীর আয়োজনে দিনাজপুর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব থেকে প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে ও অধিকার দিনাজপুর প্রতিনিধি মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দিনাজপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালীতে সাংবাদিক, আইনজীবী, ছাত্র, হকার্স, ব্যবসায়ী, শ্রমিক  ও সাধারন মানুষ অংশ গ্রহন করেছিল। র‌্যালী শেষে দিনাজপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধিকার এইচআরডি দিনাজপুর প্রতিনিধি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবীর, বিডি নিউজ দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান ও ইনডিপেন্ডেন্ট টিভি দিনাজপুর প্রতিনিধি সালাউদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন, বৈশাখী টিভি দিনাজপুর প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, আরটিভি দিনাজপুর প্রতিনিধি আনিছ হোসেন দুলাল, এশিয়ান টিভি দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, ছাত্র ফ্রন্টের দিনাজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে দুর্বল ও অসহায় মানুষের উপর নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে আমাদের দেশের মানুষও বাদ নেই। নির্যাতন, নিপিরন, জুলুম অবশ্যই বন্ধ করে সুস্থ্য সমাজ গড়ে তুলতে হবে। নির্যাতন সংঘাত সৃষ্টি করে। নির্যাতন কোন সমাধান দিতে পারেনা। তাই আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি নির্যাতন বন্ধ করুণ এবং নির্যাতিতদের প্রতি সহানুভ’তি দেখান। আমরা নির্যাতিতদের পাশে আছি এবং থাকবো। আমরা সাংবাদিকরা কোন নির্যাতনকে প্রশ্রয় দেই না ভবিষ্যতেও দিব না। দেশের শান্তি প্রতিষ্ঠায় সানবাধিকার সংগঠন গুলো অগ্রণী ভুমিকা পালন করে আসছে। অধিকারও তাদেও দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছে। আমি অধিকারের আরো জোড়ালো ভুমিকা আশা করি। মানবাধিকার সংগঠন গুলো কাজ করছে বলে কিছুটা নির্যাতনের প্রতিরোধ হচ্ছে নইলে নির্যাতনের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যেত। দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা নির্যাতিতদেও প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি।