বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আন্দোলনের নামে নির্বিচারে পেট্টোল বোমায় মানুষ পুড়িয়ে মারা হয়েছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন,‘বিএনপি-জামায়াত তাদের অবরোধ-হরতালে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। এ কারণে তাদের একমাত্র ভরসা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। ‘আন্দোলনের নামে নির্বিচারে পেট্টোল বোমায় মানুষ পুড়িয়ে মারা হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত রাজনৈতিক রিপোর্টে বলা হয়,  আন্দোলনের নামে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা মারা গেছেন, দগ্ধ হয়ে বার্ন ইউনিটে কাতরাচ্ছেন, তার দায় খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকেই নিতে হবে।’

 

সভার শুরুতে গত তিন মাসে চলমান আন্দোলনে নিহতদের প্রতি শোক জানিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়। সভায় রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

 

সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ প্রমুখ।