
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : ‘‘এইচ আই ভি সংক্রমন ও এইডস্ মৃত্যুঃ নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার’’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ১ ডিসেম্বর সোমবার বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে আসক্ত পূর্ণবাসন সংস্থার (আপোস) কেয়ার বাংলাদেশ কনসোটিয়াম এর আয়োজনে এবং গ্লোবাল ফান্ড এর আর্থায়নে বর্ণাঢ্য র্যালী শেষে ঈদগাহ আবাসিক এলাকাস্থ ডিআইসিতে এবং খানপুর ডিআইসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা। সিভিল সার্জন ডাঃ মোঃ মোশায়ের-উল-ইসলাম এর সভাপতিত্বে শিশু একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আপোস কর্তৃক সপ্তাহব্যাপী তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন। র্যালী শেষে ঈদগাহ আবাসিক এলাকাস্থ ডিআইসিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক মোঃ মাসুদ পারভেজ সোহেল। বক্তব্য রাখেন ডিআইসি কো-অর্ডিনেটর দিনাজপুর এর মোঃ সাইফুল ইসলাম, কো-অর্ডিনেটর খানপুরের মো সোহেল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর ডিআইসির সুপার ভাইজার মোঃ হারুন-উর-রশিদ। সভা শেষে মাদকাসক্ত সদস্যদের মাঝে লুডু ও কেরাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।