বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানে আত্মঘাতী হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মাঠে ভলিবল খেলা চলাকালে ভয়াবহ আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। এছাড়ও আহত হয়েছে আরও অনেকে। আহত বহু লোককে হেলিকপ্টারে করে কাবুলের হাসপাতালে নেয়া হয়েছে। ওই বোমা হামলায় নিহত ৫০ জনের পরিবার শোকে মাতম করছে। ২০১১ সালের পর কোন একক হামলার ক্ষেত্রে আফগানিস্তানে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ঘটনা। আফগানিস্তানের গোলযোগপূর্ণ পাকতিকা প্রদেশে স্থানীয় ৩টি দলের মধ্যকার একটি টুর্নামেন্ট দেখার সময় জনাকীর্ণ একটি মাঠে এ আতœঘাতী বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে আহতদের মধ্যে অনেক শিশু ও যুবক রয়েছে। আহতদের দেখতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি হাসপাতলে গিয়েছিলেন।
জানা যায়, পাকতিকার ইয়াহিয়া খাইল জেলায় স্থানীয় সময় বিকেল জানা যায়, ৫ টায় এ ভয়াবহ হামলা চালানো হয়। এসময় ভলিবল খেলা দেখতে সেখানে কয়েকশ’ লোক জড়ো হয়েছিল। প্রসঙ্গত আফগানিস্তানের যুবকদের কাছে এটি একটি জনপ্রিয় খেলা। প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘অমানবিক ও অনৈসলামিক’ বলে উল্লেখ করেন। এ ভয়াবহ হামলার ঘটনা তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। গত সেপ্টেম্বরে তিনি আফগানিস্তানের ক্ষমতায় আসেন। এ ঘটনায় আহতদের আফগান রাজধানী কাবুলে ৪০০ বেডের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিমি টুইটার বার্তায় বলেন, পাকতিকায় সন্ত্রাসি হামলায় আহত ৫৪ জনকে গত রাতে সামরিক হেলিকপ্টারে করে কাবুলের সরদার মোহাম্মাদ দাউদ খান হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার পর তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

Spread the love