
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিমান হামলায় কমপক্ষে একশ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার সরকারের তরফ থেকে জানানো হয়।
কান্দাহারের শুরাবাক জেলাটি দখল নেওয়ার জন্য জঙ্গিরা সেখানে জড়ো হচ্ছিল। খবর পেয়ে আফগান সেনাবাহিনী সেখানে বিমান আক্রমণ চালালে কমপক্ষে একশ জঙ্গি নিহত হয়। আহত হয় আরো ৫০ জন। তবে কোনো সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। কান্দাহার পুলিশের বরাত দিয়ে নিউজ এজেন্সি তোলো এ খবর জানিয়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী শুরাবাক জেলায় তালেবান জঙ্গিদের শক্তিশালী তৎপরতা রয়েছে। এর আগে বেশ কয়েকবার স্থানীয় নিরাপত্তা রক্ষীরা তালেবান হামলার শিকার হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।